হোম > অপরাধ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য দশম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থীকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়েছে পুলিশ। 

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের সৌদিপ্রবাসী আব্দুল কাদেরের ছেলে কনক হাসান (২৫)। ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই শিক্ষার্থী বিষয়টি তাঁর পরিবারকে জানায়। এ নিয়ে শিক্ষার্থীর বাবা কনক হাসানকে শাসন করেন। এতে কনক ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে গত শনিবার ভোর রাতে সিঁধ কেটে ওই শিক্ষার্থীর কক্ষে ঢুকে মুখ বেঁধে ধর্ষণ করেন। 

এ সময় ওই শিক্ষার্থীর গোঙানিতে পাশের কক্ষ থেকে তার মা-বাবা এগিয়ে আসলে অভিযুক্ত কনক সিঁধ দিয়ে পালিয়ে যান। পরে শনিবার বিকেলে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কনককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কনক হাসান গা-ঢাকা দিয়েছেন। 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পরিদর্শক (ওসি) মোহাব্বত কবির বলেন, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষা করাতে ওই শিক্ষার্থীকে রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। 

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা