হোম > অপরাধ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য দশম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থীকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়েছে পুলিশ। 

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের সৌদিপ্রবাসী আব্দুল কাদেরের ছেলে কনক হাসান (২৫)। ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই শিক্ষার্থী বিষয়টি তাঁর পরিবারকে জানায়। এ নিয়ে শিক্ষার্থীর বাবা কনক হাসানকে শাসন করেন। এতে কনক ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে গত শনিবার ভোর রাতে সিঁধ কেটে ওই শিক্ষার্থীর কক্ষে ঢুকে মুখ বেঁধে ধর্ষণ করেন। 

এ সময় ওই শিক্ষার্থীর গোঙানিতে পাশের কক্ষ থেকে তার মা-বাবা এগিয়ে আসলে অভিযুক্ত কনক সিঁধ দিয়ে পালিয়ে যান। পরে শনিবার বিকেলে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কনককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কনক হাসান গা-ঢাকা দিয়েছেন। 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পরিদর্শক (ওসি) মোহাব্বত কবির বলেন, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষা করাতে ওই শিক্ষার্থীকে রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। 

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর