হোম > অপরাধ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১ 

প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) 

ঈশ্বরগঞ্জে থানা-পুলিশের অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ তিনজন, চুরির মামলায় একজন, জুয়ারি ১৫ জন এবং অন্যান্য মামলায় দুজনসহ ২১ জনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। আজ শুক্রবার গ্রেপ্তারকৃত আসামিদের ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। 

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতরা হলো, পৌর এলাকার সুজন সিংহ (৪০), স্বপন রাজ ভর (৩০)। তাঁদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ছাড়াও সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের মো. ইসলাম উদ্দিনকে (৫৮) ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও তারিন্দায়া ইউনিয়নের সাকুয়া গ্রামের ইয়াসিনকে (২৫) চুরির মামলায় গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে উপজেলার জাটিয়া ইউনিয়ন থেকে ১৫ জন জুয়ারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মো. মাসুম (২৫), মো. রমজান (২৫), মো. সুজন মিয়া (২৭), মো. জাকির হোসেন (২০), মো. নাজিম উদ্দিন (৩৮), মো. আজিম উদ্দিন (৩০), মো. রাকিব (২১), মো. খোকন মিয়া (৩০), মো. রমজান (২৪), মো. আল আমিন (২৬), বিল্লাল (২৮), আল আমিন (২৭), মো. শামছুল হক (২৪), মো. কাজল (৪০), মো. আবু সাঈদ (৩৬)। এ ছাড়াও বড়হিত ইউনিয়নের নয়শিমুল গ্রামের অন্যান্য মামলায় মো. এরশাদ মিয়া (৩০), মো. সুজন মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘ফের অভিযান চালিয়ে মাদক, চুরি, জুয়ারি, ও অন্যান্য মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। ঈশ্বরগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।’

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক