হোম > অপরাধ > ময়মনসিংহ

ভালুকায় ছেলের ‘কলমের আঘাতে’ বাবার মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় বাবাকে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। উপজেলার পূর্ব ভালুকা কোনাপাড়া এলাকায় গতকাল শুক্রবার রাতে ছেলে কলম দিয়ে আঘাত করলে এ ঘটনা ঘটে। ছেলেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। 

নিহত ব্যক্তির নাম মজিবর রহমান পান্না (৪৮)। তিনি পূর্ব ভালুকার কোনাপাড়া এলাকার মৃত সালামত সরকারের ছেলে। মজিবর রহমান পান্না উপজেলার মিরকা হাছিনা বানু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও ভালুকা সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন।  

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মজিবর রহমান পান্নার সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর ছেলে মারুফ আহমেদ রাব্বির (১৮) বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার রাতে বাড়িতে রাব্বি হাতে থাকা কলম দিয়ে বাবার বুকে আঘাত করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী মজিবর রহমানকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 
 
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাইমিনুল ইসলাম বলেন, মজিবর রহমানকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। 

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের ছেলে রাব্বিকে আটক করা হয়েছে।

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা