হোম > অপরাধ > ময়মনসিংহ

বারহাট্টায় দুপক্ষের সংঘর্ষে আহত ৭, থানায় অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে সাতজন আহতের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার মামলা দায়ের জন্য উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেয়। 

এলাকাবাসীরা জানান, গত শনিবার দুপুরে উপজেলার চন্দ্রপুর গ্রামের দক্ষিণপাড়ায় বিরোধপূর্ণ জমিতে থাকা গাছ থেকে সুপারি পাড়তে গেলে প্রতিবেশী আ. খালেক ও আব্দুল হাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে যান। এ সময় আব্দুল হাইকে বাঁচাতে তাঁর ভাই সানোয়ার হোসেন ও জুয়েল এগিয়ে এলে তাঁদের দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন খালেকের লোকজন। তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

এলাকাবাসীরা আরও জানান, আহতদের মাথায় কুপিয়ে জখম করার একাধিক চিহ্ন রয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজন। শুধু তাই নয়, প্রতিপক্ষ খালেক, তাঁর স্ত্রী ফুলবান, ছেলে মাহমুদুল হাসান জিলানী ও মেয়ে শারমিন আক্তারও আহত হয়েছেন। তাঁদের মাথা ও শরীরেও কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। তাঁরা বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক বলেন, সংঘর্ষের ঘটনায় দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল