ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারি পরোয়ানায় দুই পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ চর কালীবাড়ির মো. রাজু, মো. হৃদয় ও বোররচর কুষ্টিয়াপাড়ার সবুজ মিয়া।
গত বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি মডেল থানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।