ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ৩৭ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. জাকির হোসেন (২৯), মো. ইয়াছিন (২১), মো. রতন মিয়া (৪৬), মানিক ওরফে পুইট্টা মানিক (৩৫), মো. কাউসার (২৫), মো. রুবেল (৩৫), মো. কাউসার (২৫), সিরাজুল ইসলাম (৩৪), ফারুক মিয়া (৩৮), হাতেম আলী (৬০), মো. হিমেল (২০), মো. হারুনুর রশিদ, মো. মাহাবুর রহমান, মো. সজীব, মো. হারুনুর রশিদ, মাহাবুর রহমান (৪২), বিল্লাল মিয়া মাস্টার, মো. সাদ্দাম হোসেন, মো. সাদ্দাম হোসেন, রতন মিয়া, পারভীন বেগম ও রোকসানা বেগম।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, তিন মাদক ব্যবসায়ী, ডাকাতি মামলায় একজন, চার জুয়াড়ি, নিয়মিত মামলার দুই আসামি, জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানায় ১১ জনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।