হোম > অপরাধ > ময়মনসিংহ

ময়মনসিংহে শিশু ধর্ষণের মামলায় দোকানি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বিস্কুট-চিপস খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম (৫২) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার সকালে ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন শহীদ আহসানুল্লাহ হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম নগরীর দাপুনিয়া সুহিলা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গত ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী শিশুটি শহিদুল ইসলামের দোকানে টিফিন কিনতে যায়। এ সময় দোকানের সামনে লোকজন না থাকার সুযোগে বিস্কুট-চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে ভেতরে নিয়ে যান তিনি। পরে শিশুটিকে ধর্ষণ করা হয়।

ঘটনার সময় শিশুটির ডাকচিৎকারে আশপাশের লোকজন আসার আগেই শহিদুল পালিয়ে যান। বিষয়টি জানতে পেরে গত ২২ নভেম্বর দুপুর ১টার দিকে শিশুটির মা বাদী হয়ে শহিদুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মো. আনোয়ার হোসেন আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন শহীদ আহসানুল্লাহ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছেন তিনি। পরে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল