হোম > অপরাধ > ময়মনসিংহ

রাস্তা থেকে তুলে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

শেরপুর প্রতিনিধি

শেরপুরে বড় বোনের সঙ্গে কবিরাজের বাড়ি যাওয়ার পথে এক স্বামী পরিত্যক্তা তরুণী (১৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার ভোরে অভিযুক্ত মো. হাফিজুর রহমান মন্টুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে গতকাল সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন, ওই এলাকার মো. সুরুজ্জামানের ছেলে মো. হাফিজুর রহমান মন্টু (৩৫) ও মো. আজাদ মিয়ার ছেলে মো. আলম মিয়া (২৭)। ঘটনার পর থেকেই আলম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্বামী পরিত্যক্তা ওই তরুণী গাজীপুরে থাকেন। তিনি গত তিন দিন আগে শেরপুর শহরের বড় বোনের ভাড়া বাড়িতে বেড়াতে আসেন। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে তিনি তাঁর বড় বোনের সঙ্গে সদর উপজেলার এক কবিরাজের বাড়ি যাচ্ছিলেন। এ সময় অভিযুক্ত মো. হাফিজুর রহমান মন্টু ও মো. আলম মিয়া তাঁদের দুই বোনকে রাস্তা থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি লেবু বাগানের নিয়ে যান। সেখানে বড় বোনকে পাশে আটকে রেখে ভুক্তভোগী তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে তাঁরা। এরপর সেখানে তাঁদের রেখে পালিয়ে যান মন্টু ও আলম। পরে ভুক্তভোগী তরুণীকে সঙ্গে নিয়ে তাঁর বড় বোন ওই দিন রাতেই মন্টু ও আলমের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদের নেতৃত্বে সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সারোয়ার হোসেন, উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার, এসআই রুবেল মিয়া, এসআই সুমন মিয়া, এসআই সুরেশ রাজবংশী সঙ্গীয় ফোর্সসহ আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুর রহমান মন্টুকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বড় বোন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। একই সঙ্গে জেলা সদর হাসপাতালে ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারার জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে।

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড