হোম > অপরাধ > ময়মনসিংহ

ইজিবাইক থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

ইজিবাইক চালককে মারধর করে আরোহী এক নারীকে (৪০) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগীর ভাই অজ্ঞাতনামা তিন ব্যক্তিকে আসামি করে মদন থানায় মামলা করেছেন। সেদিন সন্ধ্যায় মদন-কেন্দুয়া সড়কের কাইটাইল ইউনিয়নের বাররীতে এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী মদন পৌর সদরের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় মদন পৌর সদর থেকে কেন্দুয়া উপজেলায় আত্মীয় বাড়িতে যাওয়ার জন্য একটি ইজিবাইকে করে রওনা হন। পথে বাররী নামক স্থানে যাত্রী বেশে ওই ইজিবাইকে ওঠেন তিন যুবক। কিছু দূর গিয়ে ফাঁকা জায়গায় চালককে মারধর করে ওই নারীকে তুলে নিয়ে যান তাঁরা। রাস্তার পাশের একটি নির্জন স্থানে এক যুবক ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যান। লোকজনের উপস্থিতি টের পেয়ে অন্য দুজনও পালিয়ে যান। এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর ভাই অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মদন থানায় মামলা করেন। ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য আজ শনিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘ভুক্তভোগী নারীর ভাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা তিন যুবককে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা