হোম > অপরাধ > ময়মনসিংহ

ভগ্নিপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ শ্যালকের বিরুদ্ধে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ভগ্নিপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্যালকের বিরুদ্ধে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার হাতিপাগার গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ওই ব্যক্তির নাম আলবার্ট দাওয়া (৪০)। এ ঘটনা দিন রাতেই নিহতের স্ত্রী শোভা মারাক বাদী হয়ে থানায় মামলা করেন। পরে অভিযুক্ত উৎসব মারাককে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আলবার্ট ওই গ্রামের মজিন্দ্র মারাকের ছেলে। উৎসব একই এলাকার সংগ্রাম ম্রংয়ের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাতে সাংসারিক বিভিন্ন বিষয়ে আলবার্টের সঙ্গে উৎসবের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় তাঁরা দুজনই মদ্যপ অবস্থায় ছিলেন। একপর্যায়ে উৎসবের পরিবারকে নিয়ে আলবার্ট গালি দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে উৎসব একটি বাঁশের লাঠি দিয়ে আলবার্টের মাথায় আঘাত করেন। আহত অবস্থায় আলবার্টের স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন বলেন, হত্যাকাণ্ডের পর উৎসব অপরাধ স্বীকার করতে থানায় এলে পুলিশ তাঁকে আটক করে। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু