হোম > অপরাধ > ময়মনসিংহ

চেক জালিয়াতির অভিযোগে কলেজের অফিস সহকারী বরখাস্ত

প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ ও হিসাবরক্ষকের স্বাক্ষর জাল করে চেক জালিয়াতির অভিযোগে অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানকে (৩০) সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রুহুল আমিন। 

আব্দুল্লাহ আল নোমান তারাকান্দার বাটুয়াদী গ্রামের আবুল কালামের ছেলে। 

কলেজ সূত্রে জানা যায়, একই কলেজের অফিস সহায়ক রৌশন আরার প্রভিডেন্ট ফান্ডের চেকবই কিছুদিন আগে অফিস থেকে হারিয়ে যায়। এ ঘটনায় রৌশন আরা গত ২৪ আগস্ট গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে চেক বই হারানোর বিষয়টি গৌরীপুর কৃষি ব্যাংক কর্তৃপক্ষকে অবগত করতে গিয়ে জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের স্বাক্ষরে চার ধাপে ৪৬ হাজার টাকা তোলা হয়েছে। ঘটনাটি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনকে জানালে বিষয়টি জানাজানি হয়। 

এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ। সেখানে আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে সত্যতা পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

এ বিষয়ে অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাই অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১