হোম > অপরাধ > ময়মনসিংহ

চেক জালিয়াতির অভিযোগে কলেজের অফিস সহকারী বরখাস্ত

প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ ও হিসাবরক্ষকের স্বাক্ষর জাল করে চেক জালিয়াতির অভিযোগে অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানকে (৩০) সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রুহুল আমিন। 

আব্দুল্লাহ আল নোমান তারাকান্দার বাটুয়াদী গ্রামের আবুল কালামের ছেলে। 

কলেজ সূত্রে জানা যায়, একই কলেজের অফিস সহায়ক রৌশন আরার প্রভিডেন্ট ফান্ডের চেকবই কিছুদিন আগে অফিস থেকে হারিয়ে যায়। এ ঘটনায় রৌশন আরা গত ২৪ আগস্ট গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে চেক বই হারানোর বিষয়টি গৌরীপুর কৃষি ব্যাংক কর্তৃপক্ষকে অবগত করতে গিয়ে জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের স্বাক্ষরে চার ধাপে ৪৬ হাজার টাকা তোলা হয়েছে। ঘটনাটি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনকে জানালে বিষয়টি জানাজানি হয়। 

এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ। সেখানে আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে সত্যতা পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

এ বিষয়ে অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাই অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ