হোম > অপরাধ > ময়মনসিংহ

বাউফলে স্কুলপড়ুয়া প্রতিবন্ধী ভাইকে গুলি করে হত্যা, পিস্তলসহ বড় ভাই আটক

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে বড় ভাইয়ের অবৈধ পিস্তলের গুলিতে তাঁর সপ্তম শ্রেণি পড়ুয়া প্রতিবন্ধী ছোট ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১০ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার সূর্যমণি ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহত সাব্বির হোসেন (১৬) সূর্যমণি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাবুল হোসেনের ছোট ছেলে। অভিযুক্ত সজিব হোসেন (২৩)। 

এদিকে এ ঘটনায় সোমবার (১১ মার্চ) দুপুরে নিহতের বাড়ির রান্নাঘরে জ্বালানির জন্য রাখা শুকনো পাতার বস্তার ভেতর থেকে একটি অবৈধ পিস্তল উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বড় ভাই সজিব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে ঘটনা ঘটলেও পরিবারের লোকজন ধামাচাপা দিতে বিদ্যুতায়িত হওয়ার খবর জানিয়ে সাব্বিরকে ওই দিনই বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল সূত্রে পুলিশ জানতে পারে ভুক্তভোগীর মাথায় গুলির চিহ্ন রয়েছে। 

ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে রোববার দিবাগত রাত দেড়টার দিকে মারা যায় সাব্বির হোসেন। 

সোমবার দুপুরে নিহতের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরে পাতার বস্তা থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, এই পিস্তল দিয়েই সাব্বিরকে গুলি করা হয়েছে। সাব্বিরের বড় ভাই সজিবকে প্রধান সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। 

লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। সাব্বির কীভাবে খুন হলো এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। 

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে ভিকটিমের বড় ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের বাড়ি থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা