হোম > অপরাধ > ময়মনসিংহ

মাদ্রাসাছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে ১০ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. ছবির উদ্দিন (৫০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

ছবির উদ্দিন উপজেলার নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামের মৃত আরব আলী দেওয়ানীর ছেলে ও মানিককুড়া গ্রামে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। 

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর রবিবার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মাদ্রাসায় প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে ৭টার দিকে ছুটি দেওয়া হয়। এ সময় শিক্ষক ছবির উদ্দিন এক ছাত্রীকে মাদ্রাসার চটগুলো গুছিয়ে রেখে যেতে বলেন। সকল শিক্ষার্থী চলে যাওয়ার পর ওই শিক্ষার্থী চট গুছাতে থাকে। ওই সময় শিক্ষক ছবির উদ্দিন ঘরের দরজা বন্ধ করে দিয়ে ওই শিক্ষার্থীকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ধর্ষণের হাত থেকে রক্ষা পায় সে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ছবির উদ্দিনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার