হোম > অপরাধ > ময়মনসিংহ

মেলান্দহে আওয়ামী লীগের কার্যালয়ে বালককে ধর্ষণের অভিযোগে মামলা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলার একটি ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ভেতরে আট বছরের এক বালককে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। দুই দিন আগের ওই ঘটনায় শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মেলান্দহ থানায় মামলা করেন শিশুটির বাবা। 

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা দিকে উপজেলার মালঞ্চ বাজারে পাশেই নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন শিশুটির পরিবারের সদস্যরা। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

অভিযুক্ত বিশু মিয়া (৪৫) নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পিয়ন। তাঁর বাড়ি শেরপুর জেলায়, তিনি মালঞ্চ এলাকায় বিয়ে করেছেন। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই থাকছেন।

 
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির পরিবারের সঙ্গে বিশু মিয়ার ওঠাবসা রয়েছে। আওয়ামী লীগের কার্যালয় ও শিশুটির বাড়ি পাশাপাশি। গত বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা দিকে শিশুটিকে কৌশলে আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে ডেকে নেন বিশু। এরপর মুখ চেপে ধর্ষণ করেন। পরিবারের সদস্যরা শিশুটির কাছ থেকে ঘটনা জানার পর তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ঘটনা জানালে সমঝোতা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু সমঝোতা না হওয়ায় শিশুটির বাবা পরে মামলা করেন। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘আজ (শনিবার) রাতে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনার পর থেকেই আসামি পলাতক।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন