হোম > অপরাধ > ময়মনসিংহ

ডাকাতি করতে গিয়ে শিক্ষককে হত্যা, ২ সহোদরসহ ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ ডাকাতি করতে গিয়ে শিক্ষক হত্যা মামলায় দুই ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার সঞ্জু। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন—গফরগাঁওয়ের বাশিয়া গ্রামের সাফত আলীর দুই ছেলে আব্দুর রশিদ (৪৫) ও আব্দুর রাশিদ (৪৮), রজব আলীর ছেলে আবুল বাসার (৪৭), সেকান্দার আলীর ছেলে মো. জিন্নাহ (৭০), সিরাজ উদ্দিনের ছেলে মো. রাসেল (৪৬)। 

আইনজীবী সঞ্জীব সরকার সঞ্জু মামলার নথির বরাত দিয়ে বলেন, জেলার গফরগাঁও উপজেলার বাশিয়া গ্রামের শিক্ষক মাহবুবুল আলমের সঙ্গে দণ্ডপ্রাপ্তদের পূর্ব বিরোধ ছিল। সেই জেরে মাহবুবুল আলমের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন তাঁরা। পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের ১৯ এপ্রিল শিক্ষক মাহবুবুল আলমের বাড়িতে হামলা করে তাঁকে হত্যা করে। এই ঘটনার দুদিন পর (২১ এপ্রিল) নিহত শিক্ষক মাহবুবুল আলমের স্ত্রী হেনা পারভীন বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ২০১৩ সালের ১৫ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। 

তিনি আরও বলেন, ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় পাঁচ আসামির উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। এই ঘটনায় হত্যা ও রাতের আঁধারে বাড়ি ঘরে হামলার দুটি মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী