হোম > অপরাধ > ময়মনসিংহ

তারাকান্দায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ৩

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় পাওনা টাকাকে কেন্দ্র করে সাহাব উদ্দিন (৬২) নামে একজন নিহত হয়েছে। গতকাল শনিবার রাত ৮ টার দিকে উপজেলার বালিখা ইউনিয়নের পাগুলী গ্রামে চক বাজারে এ ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন ওই গ্রামের মমরুজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সাহাব উদ্দিনের ছোট ভাই আলাল উদ্দিন প্রতিবেশী কফিল উদ্দিনের কাছে টাকা পেতেন। টাকা পরিশোধ না করে কফিল দেশের বাইরে চলে যান। গত দেড় মাস আগে কফিল উদ্দিন দেশে ফিরে আসেন এবং সপ্তাহ খানেক আগে আলাল উদ্দিনের বড় ভাই সাহাব উদ্দিনের কাছে পাওনা টাকা পরিশোধ করেন কফিল উদ্দিন। কিন্তু ওই টাকার লাভের অংশ নিয়ে শনিবার রাতে বালিখা ইউনিয়নের চকের বাজারে সাহাব উদ্দিনের সঙ্গে কফিল উদ্দিনের লোকদের তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় তাঁদের কিল ঘুষি ও হামলায় সাহাব উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা