ময়মনসিংহে এক হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ। তাঁদের কাছ থেকে আরও ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গতকাল রোববার জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুরের কাউনিয়ার মিলন মিয়া ও ভালুকার ভরাডোবা পশ্চিম পাড়া তালুকদারবাড়ীর মানিক মিয়া, চট্টগ্রামের বাকলিয়া থানার মো. জামাল ও ময়মনসিংহের নান্দাইলের মেহেদী হাসান ওরফে বাবু।
এর আগে শনিবার রাতে নগরীর চর কালীবাড়ী চায়না মোড় ও ভালুকার ভরাডোবা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।