হোম > অপরাধ > ময়মনসিংহ

মদনে স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ১ 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদনে এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় ডালিম মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দেওসহিলা দক্ষিণকান্দা বাজার থেকে তাঁকে গ্রেপ্তারের পর নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। ডালিম মিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটির পাথারকান্দি গ্রামের খসরু মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি মদন উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ডালিম মিয়া প্রায় সময়ই তাকে কুপ্রস্তাব দিত। গত ১০ নভেম্বর ওই ছাত্রী সেলাই প্রশিক্ষণ দিতে বাড়ি থেকে বের হলে ডালিম জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে খুঁজে না পাওয়ায় ১৩ নভেম্বর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ডালিমসহ পাঁচজনকে আসামি করে মদন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। 

এরই পরিপ্রেক্ষিতে পুলিশ গত সোমবার রাতে অভিযুক্তদের বাড়িতে অভিযান পরিচালনা করলে আসামিরা পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। আজ সকালে অভিযুক্ত ডালিমকে গ্রেপ্তারের পর নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, অপহরণ মামলার আসামি ডালিমকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এর আগে মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক