হোম > অপরাধ > ময়মনসিংহ

মদনে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ১ 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৪)। এ ঘটনায় ছাদেক মিয়া (৫০) নামের এক অভিযুক্তকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ। অভিযুক্ত ছাদেক মিয়াকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, ছাদেক মিয়া নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের মৃত আছব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ নেত্রকোনার আটপাড়া উপজেলার বাসিন্দা। গত ১০ মে ভুক্তভোগী গৃহবধূ জরুরি প্রয়োজনে মদন উপজেলার জাওলা গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। কাজ শেষে রাত আনুমানিক ৯টার দিকে তিনি বাড়ির পথে রওনা হন। পথে ছাদেক মিয়াসহ আরও দুজন গৃহবধূকে একা পেয়ে জোরপূর্বক জাওলা গ্রামের আজিজুল ইসলামের বাড়ির পেছনের জঙ্গলে নিয়ে যান। সেখানে গণধর্ষণ করে অভিযুক্তরা পালিয়ে যান। ভুক্তভোগী গৃহবধূ বাড়িতে পৌঁছে পরিবারের লোকজনের কাছে ঘটনার কথা খুলে বলেন। 

পরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ছাদেক মিয়াসহ আরও দুজনকে আসামি করে আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে গতকাল সোমবার মামলাটি মদন থানায় রুজু করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মদন-নেত্রকোনা সড়কের বটতলা বাজার থেকে ছাদেক মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামি ছাদেক মিয়াকে আজ মঙ্গলবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম জানান, গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতের নির্দেশে গতকাল সোমবার মদন থানায় মামলাটি রুজু করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছাদেক মিয়াকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা