হোম > অপরাধ > ময়মনসিংহ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবককে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত যুবকের নাম মো. আওয়াল মিয়া (২২)। তিনি উপজেলার সদর ইউনিয়নের পাছুড়া গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।

আজ শুক্রবার কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পাছুড়া গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী (১৭) একজন শারীরিক প্রতিবন্ধী। ঘটনার দিন বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে আওয়াল কিশোরীকে ধর্ষণ করে। পরে কিশোরীর মা বাড়ি ফিরে দেখেন আওয়াল তাঁর প্রতিবন্ধী মেয়েকে মুখ চেপে ধর্ষণ করছে। কিশোরীর মাকে দেখেই আওয়াল দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে কিশোরীর মায়ের চিৎকারে এলাকাবাসী আওয়ালকে আটক করে। আটকের পর কলমাকান্দা থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) মো. আশিকুর রহমান গিয়ে আওয়ালকে থানায় নিয়ে যান।

এ বিষয়ে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা বলেন, এ ঘটনায় কিশোরীর বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আওয়ালকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার