হোম > অপরাধ > ময়মনসিংহ

সাবেক স্ত্রীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে সন্তানের অসুস্থতার খবর দিয়ে সাবেক স্ত্রীকে (২৩) ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফুলপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার গ্রেপ্তার তিন যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উপজেলার দিউ গ্রামের রজব আলীর ছেলে মাসুদ রানা ওরফে মাসুদ মিয়া (২৫), কাড়াহা এলাকার মিরাজ আলীর ছেলে মো. জজ মিয়া (৩৭) ও জাগির কাজিয়াকান্দা গ্রামের মো. রহিছ উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৩২)। 

আজ শুক্রবার বিকেলে আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাজুল ইসলাম সোহাগ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশের পরিদর্শক প্রসুন কান্তি দাস বলেন, ‘ফুলপুরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে আদালত তোলা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রায় তিন বছর আগে মাসুদ মিয়ার সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। তাঁদের ঘরে এক ছেলে সন্তানও আছে। এক বছর আগে পারিবারিক কলহের জেরে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে সন্তান স্বামী মাসুদ মিয়ার কাছে থাকত। গত ১১ জুন ছেলের অসুস্থতার খবর দিয়ে সাবেক স্ত্রীকে ফুলপুর ডেকে এনে মাসুদ মিয়া তাঁর দুই বন্ধুকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে এই ঘটনায় ওই তরুণী গত বুধবার বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে