ময়মনসিংহের ভালুকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সাগর (১৯) নামে এক তরুণ গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা করেছেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, গতকাল সোমবার বিকেলে সাগর ওই ছাত্রীকে বরই দেওয়ার কথা বলে বাসায় ডেকে নেয়। পরে ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটি তার মাকে জানালে ৯৯৯ নম্বরে কল করা হয়। পুলিশ গিয়ে সাগরকে গ্রেপ্তার করে।
ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’