হোম > অপরাধ > ময়মনসিংহ

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ 

জামালপুর প্রতিনিধি

জামালপুর পৌর শহরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সোলাইমান হোসেন (৪০)। তিনি জামালপুর পৌর শহরের পলাশঘর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন শ্রমিক। তাঁর দুজন স্ত্রী রয়েছে। অন্যদিকে ভুক্তভোগী শিশু স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। তার বয়স ১২ বছর।

পুলিশ ও স্থানীয়রা বলছে, ভুক্তভোগী ও অভিযুক্ত সোলাইমানের বাড়ি পাশাপাশি। এলাকায় সোলাইমান একজন বখাটে হিসেবেই পরিচিত। ভুক্তভোগী শিশুটির বাবার একটি চায়ের দোকান রয়েছে। সেখানে শিশুটিকে নানাভাবে প্রলোভনে আকৃষ্ট করেন সোলাইমান। গত বুধবার সোলাইমান ওই শিশুকে কৌশলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকায় নিয়ে যান। সেখানে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে আজ শুক্রবার দুপুরে তাকে জামালপুর শহরে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ইসমাইল। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 

ভুক্তভোগী ধর্ষণের বিষয়টি পরিবারের কাছে স্বীকার করেছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেকুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নামে অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে। এ বিষয়ে সব আইনি প্রক্রিয়া চলমান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন