হোম > অপরাধ > ময়মনসিংহ

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বৃকালিকা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. মিলন মিয়াকে (৩০) স্ত্রী হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। 

মামলা সূত্রে জানা যায়, লুৎফর রহমান নরসিংদীতে একটি ফ্রিজের দোকানে চাকরিরত থাকতে নরসিংদী জেলার শিবপুর গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে নাছরিন আক্তারের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে ২০১৬ সালের ১০ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর লুৎফর জানতে পারেন যে তাঁর স্ত্রী দেহব্যবসার সঙ্গে জড়িত। তখন থেকেই তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এই নিয়ে স্বামী লুৎফর রহমান নাছরিনকে নির্যাতন করেন। ২০১৭ সালের ১১ আগস্ট লুৎফর তাঁর স্ত্রীকে নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুর গ্রামে রাতে ছুরি দিয়ে হত্যা করেন। পুলিশ পরদিন নাছরিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

এ ঘটনায় ২০১৭ সালের ২০ আগস্ট পুলিশ বাদী হয়ে নেত্রকোনা থানায় মামলা করে। তদন্ত শেষে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে বিজ্ঞ জজ উভয় পক্ষের সাক্ষ্যপ্রমাণাদি গ্রহণ শেষে আজ এ রায় দেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন আহমেদ মাসুদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. নুরুল কবির। 

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল