হোম > অপরাধ > ময়মনসিংহ

মাদারগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ, সালিসি বৈঠকে সমাধানের চেষ্টা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সালিসি বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা করছেন এলাকার প্রভাবশালীরা। 

জানা গেছে, গত মঙ্গলবার ভুক্তভোগী শিশুটি আরও কয়েক শিশুসহ দিঘলকান্দি এলাকার জিয়াউলের দোকানে যায়। এ সময় জিয়াউল অন্য শিশুদের বিদায় করে ভুক্তভোগী শিশুটিকে টিউবওয়েল থেকে পানি আনতে বলে। পানি নিয়ে আসার পর জিয়াউল (৪৫) শিশুটিকে দোকানে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে স্বজনদের জানায়, জিয়াউল তার সঙ্গে খারাপ কাজ করেছে। 

ভুক্তভোগীর নানা জানান, ঘটনার পর শিশুটিকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের পরামর্শে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ভুক্তভোগীর বাবা বলেন, স্থানীয় একজন জনপ্রতিনিধির মাধ্যমে কয়েক দিন ধরে সালিসি বৈঠকে ঘটনা মীমাংসার চেষ্টার একপর্যায়ে গতকাল শনিবার তিনি মাদারগঞ্জ থানায় মামলা করতে যান। এ সময় ভুক্তভোগীর বাবাকে সন্ধ্যায় থানায় আসতে বলা হয়। এরপর আজ রোববার সকালে সালিসি বৈঠকে ঘটনা মীমাংসার সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে বৈঠক ভেঙে দেওয়া হয়। 

মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক বলেন, ভুক্তভোগীর বাবাকে তাঁর মেয়েসহ সন্ধ্যায় থানায় আসতে বলা হয়েছিল, কিন্তু কেউ আসেনি। এটা সালিসি বৈঠকে মীমাংসার ঘটনা না। এই ঘটনায় যে আপস করবে সে আসামি হবে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার