হোম > অপরাধ > ময়মনসিংহ

বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় বৃদ্ধ কারাগারে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় আবুল শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই বৃদ্ধকে জামালপুর জেলা ও দায়রা জাজ আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলায় জানা গেছে, বাক্‌প্রতিবন্ধী ওই নারী (৩৬) গত ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবুল শেখের মুদি দোকানে পান কিনতে যান। তাঁকে একা পেয়ে ফুসলিয়ে পান দেওয়ার কথা বলে দোকান ঘরের ভেতরে দরজা বন্ধ করে দেন। সেখানে মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন আবুল শেখ। এ সময় স্থানীয় কয়েকজন দোকানে জিনিসপত্র কিনতে গিয়ে দেখতে পান দোকানের দরজা বন্ধ। দোকানের ভেতরে থেকে ধস্তাধস্তির শব্দ পেয়ে তাঁরা দোকান ঘরের ভাঙা বেড়া দিয়ে দেখতে পান ধর্ষণের ঘটনা। লোকজন ঘটনা দেখে ফেলায় আবুল শেখ কৌশলে পালিয়ে যান। গতকাল বুধবার দুপুরে ভুক্তভোগী মা ইসলামপুর থানায় অভিযোগ করেন। 

অভিযুক্ত আবুল শেখ বলেন, ‘আমি ধর্ষণের চেষ্টা করিনি। মেয়েটি একদিকে বোবা। অপরদিকে মাথা পাগল। সব সময় আবোল-তাবোল করে। ভুল বোঝাবুঝি থেকে আমার বিরুদ্ধে মামলা ঢুকে দেওয়া হয়েছে।’ 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, ‘বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’ 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রাব্বী বলেন, বৃহস্পতিবার দুপুরে আবুল শেখকে আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামালপুর শেখ হাসিনার মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং তদন্তের তথ্যানুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার