হোম > অপরাধ > ময়মনসিংহ

ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা কিশোরী, যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করছে র‍্যাব-১৪। আজ রোববার বেলা ১২টার দিকে র‍্যাব-১৪ ’র কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল শনিবার রাত সোয়া ২টার দিকে সদর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা। তিনি ফুলপুরে তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করতেন। 

এ বিষয়ে র‍্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, আসামি নজরুল ইসলাম বিয়ে করে ফুলপুরে বসবাস করতেন। চলতি বছরের জানুয়ারি মাসে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ফুসলিয়ে ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে বিষয়টি না জানানোর জন্য হুমকি দেন আসামি। এ ঘটনার পর ২৫ জুলাই ওই কিশোরীর মা অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বুঝতে পেরে ডাক্তারের কাছে নিয়ে যান। সেখানে ওই কিশোরীর আলট্রাসনোগ্রাফি করা হলে ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে ধরা পড়ে। এ ঘটনায় ওই দিন রাতেই কিশোরীর মা বাদী হয়ে ফুলপুর থানায় নজরুল ইসলামকে আসামি করে মামলা করেন। 

কোম্পানি অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। নজরুল ইসলামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার