হোম > অপরাধ > ময়মনসিংহ

৫৪ হাজার টাকার খাবার অর্ডার দিয়ে ২০ হাজার টাকা ধার নিয়ে লাপাত্তা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে এক ব্যক্তি এনজিও কর্মী পরিচয়ে হোটেলে ৩৩৫ জনের ৫৪ হাজার টাকার খাবারের অর্ডার দিয়ে হোটেল মালিকের থেকে ২০ হাজার টাকা ধার নিয়ে লাপাত্তা হয়েছেন। এ অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছেন হোটেল মালিক মো. সোহেল মিয়া। এমন ঘটনা ঘটেছে নান্দাইল পৌর এলাকার সুমী হোটেলে। 

হোটেলের মালিক সোহেল মিয়া বলেন, ‘গত ১৬ মে দুজন ব্যক্তি হোটেলে এসে মোরগ পোলাও খেয়ে প্রশংসা করেন। এ সময় নিজেদের এনজিও কর্মী পরিচয় দিয়ে ডাকবাংলো এসেছেন বলে জানান। সেখানে থেকে বিভিন্ন ইউনিয়নে সেমিনার করবেন বলে জানান। সেমিনারে প্রায় ৩০ লাখ টাকা খরচ হবে। সে জন্য আমার হোটেল থেকে বিপুল টাকার খাবার কেনার প্রস্তাব দেন। এ সময় হোটেলে ৭০ জনের খাবারের অর্ডার দিয়ে বিল বাবদ ১০ হাজার টাকা পরিশোধ করেন।’ 

সোহেল মিয়া আরও বলেন, ‘আজ শুক্রবার ৩৩৫ জনের খাবার পৌঁছে দেওয়ার কথা। সে জন্য দুই দিন আগে বুধবার ৫৪ হাজার টাকার খাবার অর্ডার করেন। এর মধ্য সেমিনারে নাশতার কথা বলে কিছু সময়ের জন্য ২০ হাজার টাকা ধার নেন। এরপর থেকেই তিনি লাপাত্তা। গত বৃহস্পতিবার রাতে ওই এনজিও কর্মকর্তাকে দুটি নম্বরে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এ ঘটনায় নান্দাইল থানায় অভিযোগ দেব।’ 

কথিত ওই এনজিও কর্মকর্তার দুটি নম্বরে কল দিলে একটি নম্বর বন্ধ পাওয়া যায়। অন্য একটি নম্বরে কল গেলেও তিনি রিসিভ করেননি। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার