হোম > অপরাধ > ময়মনসিংহ

শেরপুরে খাস জমির দখল নিয়ে দ্বন্দ্বে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে খাস জমির দখল নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় ইমান আলী ফেকাসু নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা বাজারের রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইমান আলী ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। হামলায় ফেকাসুর দুই ভাই শামসুল মিয়া ও আব্দুল লতিফ আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফেকাসুর বিরুদ্ধে থানায় মাদক, চুরি, অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। ঝিনাইগাতী উপজেলার কাংশা বাজারের একটি খাস জমির দখল নিয়ে স্থানীয় মো. জুব্বার ও মো. জলিলের পরিবারসহ বেশ কয়েকজনের সঙ্গে ফেকাসুর দীর্ঘদিন ধরে শত্রুতা ছিল এবং মামলা চলছিল। সম্প্রতি জুব্বার ও জলিলের বিরুদ্ধে ফেকাসু তার মেয়েকে অপহরণের মামলা করে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ফেকাসু পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলায় তার মেয়ের বাড়িতে যাওয়ার পথে জুব্বার ও জলিলের পরিবারের সদস্যসহ কয়েকজন ফেকাসুর ওপর হামলা করে। এ সময় তারা ধারালো দা, ফালা দিয়ে ফেকাসুর মাথা ও পায়ে কোপাতে থাকলে তার পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে এবং নিহত ফেকাসুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ও ঝিনাইগাতীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভুইয়া জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত