হোম > অপরাধ > ময়মনসিংহ

অস্ত্রোপচারে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর পর পশু চিকিৎসক গ্রেপ্তার

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

অস্ত্রোপচারে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগে পশু চিকিৎসক আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ভুল চিকিৎসায় শিশু ও প্রসূতি হত্যার অভিযোগ আনা হয়েছে। 

এর আগে গত বুধবার বেলা ২টার দিকে নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামে অস্ত্রোপচারের পর প্রসূতি ও নবজাতকের মৃত্যুর এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শরীফা আক্তার (২০) একই উপজেলার চন্দ্রপুর গ্রামের বাক্‌প্রতিবন্ধী হাইছ উদ্দিনের মেয়ে। গত বছর সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায় বিয়ে হয় তাঁর। স্বামীর নাম মহসিন মিয়া। আর অভিযুক্ত পশু চিকিৎসক পাশের জীবনপুর গ্রামের আবুল কাশেম। 

জানা গেছে, প্রসবে সমস্যা হওয়ায় ওই পশু চিকিৎসক এপিসিওটমি করেন। এপিসিওটমি হলো যোনি এবং পায়ুপথের মধ্যবর্তী অংশ কেটে প্রসব সহজ করা। এতে ওই নারীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণেই মারা যান তিনি। নবজাতকও মারা যায়।

গতকাল বৃহস্পতিবার রাতে শরীফার স্বামী মহসিন মিয়া বাদী হয়ে পশু চিকিৎসক আবুল কাশেমের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

এদিন সকালে প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পরে বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত চিকিৎসক আবুল কাশেমকে আটক করে পুলিশ। পরে রাতে মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠায় পুলিশ। 

বারহাট্টা থানার ওসি লুৎফুল হক বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান।’ 

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ