হোম > অপরাধ > ময়মনসিংহ

বালুর ট্রাকে মিলল ৪০ লাখ টাকার মদ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে বালুবাহী ট্রাক থেকে ৩৮৩ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মাদকের আনুমানিক মূল্য ৪০ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

বুধবার (২৩ নভেম্বর) বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এসএম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) দুর্গাপুরের নলুয়াপাড়া বিওপির দায়িত্বরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩৮৩ বোতল মদ ও একটি ট্রাক জব্দ করে। তবে এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিজিবি জানায়, খবর পাওয়া যায় মঙ্গলবার বিকেলে দুর্গাপুর সীমান্তের নলুয়াপাড়া বিওপির আওতাধীন মেইন পিলার হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকার রাস্তার ওপর বালুবাহী ট্রাকের মধ্যে চোরাকারবারিরা মদ রেখেছে। পরে ট্রাকে মদের ওপর বালু ভর্তি করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হবে। এমন গোপন খবরে বিজিবি সদস্য অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও সহকারীসহ অন্যান্যরা ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৮৩ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ পায় বিজিবি। ট্রাকে থাকা মদের আনুমানিক মূল্য ৪০ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এসএম জাকারিয়া জানান, জব্দকৃত মালামাল নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা