হোম > অপরাধ > ময়মনসিংহ

চুরি করে মালিকের সঙ্গে থানায় অভিযোগ জানাতে যায় চোর

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে মেহেদি হাসান সুজাত (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। 

শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে পৌর শহরের আখড়া রোড থেকে গ্রেপ্তার করা হয় সুজাতকে। 

গ্রেপ্তার মেহেদি হাসান সুজাত বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের আ. হাশিমের ছেলে। জানা গেছে, মোটরসাইকেলের মালিক রফিকুল ইসলামের বাড়ি বারহাট্টা উপজেলার চাটটা গ্রামে। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মোহনগঞ্জে কর্মরত। সুজাত আর রফিকুল দুজন বন্ধু ছিলেন। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর শহরের আখড়া রোডে আনন্দ হোটেলের সামনে মোটরসাইকেল রেখে কাজে যান রফিকুল। পরে দুপুর ২টার দিকে এসে দেখেন মোটরসাইকেল নেই। দিনভর খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানান। এ সময় সুজাতও তাঁর সঙ্গে থানায় যান অভিযোগ জানাতে। পরে আশপাশের সিসি ক্যামেরায় স্পষ্ট কারও চেহারা না দেখা গেলেও মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সুজাতের শার্টের কিছু অংশ দেখা যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সব স্বীকার করেন তিনি। 

অভিযানের নেতৃত্বে থাকা মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘আশপাশের দোকানে সিসি ক্যামেরা আছে জেনেই এদিন বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ যেতেই মোটরসাইকেল নিয়ে পালান সুজাত। পরে পুরোটা সময় মোটরসাইকেলের মালিকের সঙ্গে খোঁজাখুঁজিও করেন তিনি। এমনকি থানায় অভিযোগ করার সময়ও তিনি সঙ্গে ছিলেন। বিদ্যুৎ না থাকায় সিসি ক্যামেরায় ভিডিও থাকবে না এটা তিনি নিশ্চিত ছিলেন। পরে একপর্যায়ে পাশের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সামান্য একটু দৃশ্য ধরা পড়ে। এতে কারও চেহারা স্পষ্ট বোঝা না গেলেও সুজাতের শার্টের একটু অংশ দেখতে পাই। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সব স্বীকার করেন তিনি। তাঁর দেওয়া তথ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।’ 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সুজাতের নামে মামলা করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে