হোম > অপরাধ > ময়মনসিংহ

নকল স্বর্ণের বার বেচতেন তাঁরা

প্রতিনিধি

শেরপুর: শেরপুরে ছয়টি নকল স্বর্ণের বারসহ দুজনকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে সদর উপজেলার প্রতাবিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর শহরের চাপাতলী এলাকার দুলাল মিয়ার ছেলে ভুলু মিয়া (৪২) ও তাতালপুর মনকান্দা এলাকার সাইদুর রহমানের ছেলে ফারুক হোসেন (৪৮)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, শেরপুরে একটি চক্র দীর্ঘদিন ধরে সরল মানুষকে ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সোয়া ২টার দিকে সদর উপজেলার প্রতাবিয়া এলাকায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় পুলিশের একটি দল। ওই সময় স্থানীয় বাসিন্দা আবেদ আলীর বসতবাড়ি থেকে ছয়টি নকল স্বর্ণে বারসহ ভুলু মিয়া ও ফারুক হোসেনকে হাতেনাতে ধরা হয়।

সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এই ঘটনায় আটককৃত দুজনের বিরুদ্ধে আজ রোববার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন