হোম > অপরাধ > ময়মনসিংহ

স্কুলছাত্র নয়ন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার, রিমান্ডের আবেদন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার স্কুলছাত্র নয়ন মিয়া (১২) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডের আবেদন করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আসামিরা হলেন, উপজেলার মাস্কা ইউনিয়নের পানগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবু রায়হান (২২) ও একই গ্রামের লিটন মিয়ার ছেলে আসাদুল হক (২৪)।

থানা-পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ ময়মনসিংহের একটি দল গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার রামপুর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় স্কুলছাত্র নয়ন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী নয়ন হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়। 

থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে মামলার অপর দুই আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

প্রসঙ্গত, গত রোববার রাতে পানগাঁও গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র নয়নকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। 

এ বিষয়ে নয়নের বাবা আবদুল ওয়াদুদ বলেন, ‘আমার কলিজার টুকরা একমাত্র ছেলেকে যারা খুন করছেন, তাঁদের ফাঁসি চাই।’ 

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল