হোম > অপরাধ > ময়মনসিংহ

স্কুলছাত্র নয়ন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার, রিমান্ডের আবেদন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার স্কুলছাত্র নয়ন মিয়া (১২) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডের আবেদন করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আসামিরা হলেন, উপজেলার মাস্কা ইউনিয়নের পানগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবু রায়হান (২২) ও একই গ্রামের লিটন মিয়ার ছেলে আসাদুল হক (২৪)।

থানা-পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ ময়মনসিংহের একটি দল গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার রামপুর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় স্কুলছাত্র নয়ন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী নয়ন হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়। 

থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে মামলার অপর দুই আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

প্রসঙ্গত, গত রোববার রাতে পানগাঁও গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র নয়নকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। 

এ বিষয়ে নয়নের বাবা আবদুল ওয়াদুদ বলেন, ‘আমার কলিজার টুকরা একমাত্র ছেলেকে যারা খুন করছেন, তাঁদের ফাঁসি চাই।’ 

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা