কলমাকান্দা (নেত্রকোনা): নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকা থেকে ৭৫০ কেজি ভারতী চা-পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যার সিজার মূল্য পাঁচ লাখ ২৫ হাজার টাকা। তবে এ ঘটনায় কোন চোরাকারী আটক করতে পারেনি বিজিবি।
আজ বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।
জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় উপজেলায় লেংগুরা ইউনিয়নে অবস্থিত বিওপি এর (বর্ডার অবজারভেশন পোস্ট) হাবিলদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্ত পিলার নম্বর ১১৭১ হতে আনুমানিক দেড় শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থান হতে ৭৫০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করে টহল দলটি।
জব্দকৃত ভারতীয় চা-পাতার সিজার মূল্য পাঁচ লাখ ২৫ হাজার টাকা। এ বিষয়ে কলমাকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। তবে কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিজিবি এর এই ঊর্ধ্বতন কর্মকর্তা।