হোম > অপরাধ > ময়মনসিংহ

তৃতীয় বিয়েতে বাধা দেওয়ায় যুবকের আত্মহত্যা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আম গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মো. শাকিল আহমেদ রিফাত (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিফাত ওই এলাকার মৃত আজিজুল হকের ছেলে। 

যুবকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে রিফাতের বাবা আজিজুল হক মারা যান। এরপর থেকে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। পরপর দুটি বিয়ে করেন। চলতি বছরের শুরুতে প্রথম স্ত্রীকে এবং মাসখানেক আগে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন। এরপর ফের বিয়ে করতে চাইলে পরিবার আপত্তি জানায়। এরপর থেকেই মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েন রিফাত। 

গতকাল শুক্রবার রাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করার চেষ্টা করেন। কিন্তু পরিবারের লোকজন দেখে ফেলায় তখন সেটা করতে পারেনি। এরপর ওই রাতেই বাড়ির পাশে আমগাছে ফাঁস নেন রিফাত। গলায় রশি প্যাঁচানো অবস্থায় রিফাতের নিথর দেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে রিফাতের মা আনোয়ারা খাতুন বলেন, ‘পরপর দুইটি বিয়ে করে রিফাত। পরে দুই বউকেই তালাক দেয় সে। এখন তৃতীয় বিয়ে করতে বাধা দেওয়ায় রাগে, ক্ষোভে আত্মহত্যা করেছে সে।’ 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত