হোম > অপরাধ > ময়মনসিংহ

তৃতীয় বিয়েতে বাধা দেওয়ায় যুবকের আত্মহত্যা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আম গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মো. শাকিল আহমেদ রিফাত (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিফাত ওই এলাকার মৃত আজিজুল হকের ছেলে। 

যুবকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে রিফাতের বাবা আজিজুল হক মারা যান। এরপর থেকে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। পরপর দুটি বিয়ে করেন। চলতি বছরের শুরুতে প্রথম স্ত্রীকে এবং মাসখানেক আগে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন। এরপর ফের বিয়ে করতে চাইলে পরিবার আপত্তি জানায়। এরপর থেকেই মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েন রিফাত। 

গতকাল শুক্রবার রাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করার চেষ্টা করেন। কিন্তু পরিবারের লোকজন দেখে ফেলায় তখন সেটা করতে পারেনি। এরপর ওই রাতেই বাড়ির পাশে আমগাছে ফাঁস নেন রিফাত। গলায় রশি প্যাঁচানো অবস্থায় রিফাতের নিথর দেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে রিফাতের মা আনোয়ারা খাতুন বলেন, ‘পরপর দুইটি বিয়ে করে রিফাত। পরে দুই বউকেই তালাক দেয় সে। এখন তৃতীয় বিয়ে করতে বাধা দেওয়ায় রাগে, ক্ষোভে আত্মহত্যা করেছে সে।’ 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার