হোম > অপরাধ > ময়মনসিংহ

অটোরিকশা ছিনতাই করতে চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ২ 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলের চরশ্রীরামপুরে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিহত ব্যক্তির নাম মন্নাফ আলী (৫৫)। তিনি পেশায় অটোরিকশাচালক এবং নান্দাইল পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নাজমুল হাসান ডিপজল (২৫) ও মোশারফ হোসেন (৩৮)। মূলত অটোরিকশাটি ছিনতাই করতেই চালককে শ্বাসরোধে হত্যা করেন আসামিরা। এই হত্যাকাণ্ডে অংশ নেন অটোরিকশা ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য। 

আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বী। 

পুলিশ সুপার জানান, গত ১৮ জানুয়ারি বিকেলে নান্দাইলে যাওয়ার কথা বলে ত্রিশালের বালিপাড়া এলাকা থেকে যাত্রীবেশে মন্নাফের অটোরিকশা ভাড়া করেন পাঁচ ব্যক্তি। এরপর এলোমেলোভাবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন তাঁরা। সন্ধ্যার পর চরশ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এসে চালক মন্নাফ আলীর গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা। পরে রাস্তার পাশে মরদেহ ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তাঁরা।

খন্দকার ফজলে রাব্বী বলেন, ঘটনার এক দিন পর ২০ জানুয়ারি নান্দাইল থানায় একটি মামলা দায়ের করা হলে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের ওপর ন্যস্ত করা হয়। এরপর গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে ওই দুজনকে গাজীপুরের জৈনা বাজার ও ময়মনসিংহের ত্রিশাল বালিপাড়া থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

আসামিদের দেওয়া তথ্যমতে, চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা