হোম > অপরাধ > ময়মনসিংহ

‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্ব’, ছুরিকাঘাতে যুবক খুন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় ফুটবল বিশ্বকাপের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

গতকাল শুক্রবার রাতে মুক্তাগাছার লেংড়া বাজার এলাকায় এ হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান।

নিহত সোহাগ মিয়া (২৫) উপজেলার জয়দা গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার দুজনও একই এলাকায় থাকেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ফুটবল বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিল হেরে গেলে সোহাগের সঙ্গে তাঁর বন্ধু তানভীর, জুবায়েরসহ কয়েকজনের কথা কাটাকাটির পর হাতাহাতিও হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়। 

তিনি আরও বলেন, ‘গতকাল লেংড়া বাজারে ইসলামি সভা চলছিল। সেখানে সোহাগকে একা পেয়ে তানভীর ও জুবায়েরসহ কয়েকজন তাঁর ওপর হামলা করে। তারা তাঁকে  ছুরিকাঘাত করে। এতে সোহাগ মাটিতে পড়ে যান।’

স্থানীয়রা উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।

তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তানভীর ও যুবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ থানায় মামলা হয়েছে। 

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু