হোম > অপরাধ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ১০

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ৩৫ বছর বয়সী এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার (১২ ডিসেম্বর) চিফ জুডিশিয়াল আদালতে গ্রেপ্তারকৃতদের পাঠানো হলে বিচারক দেওয়ান মনিজ্জামান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পাগলা থানার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই দিন রাতেই অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের সজীব (৩৯), আল আমিন (৩৫), হানিফা মিয়া (৩০), মোস্তফা (৪৫), জুয়েল কুমার (২৮), মানিক (৫৬), শারিফুল (৩০), মনির (৩২), বাবুল (৩৬) ও জাকির (৩০)। 

এ বিষয়ে পাগলা থানার পরিদর্শক (তদন্ত) সজীব রহমান বলেন, ‘ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তিনি ভালুকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ওই নারী পাগলা থানা এলাকার সজীব ও হানিফার পূর্বপরিচিত। ঘটনার দিন রাতে সজীব ওই নারীকে ফোন করে কাজা গ্রামে আসতে বলেন। সেখানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী রাত ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করেন। পরে পাগলা থানার পুলিশ ওই নারীকে কাজা গ্রাম থেকে উদ্ধার করে। অভিযুক্ত ১০ জনকে গ্রেপ্তারের পর ওই নারী বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন। সোমবার আসামিদের আদালতে পাঠানো হয়।’ 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা