হোম > অপরাধ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ১০

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ৩৫ বছর বয়সী এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার (১২ ডিসেম্বর) চিফ জুডিশিয়াল আদালতে গ্রেপ্তারকৃতদের পাঠানো হলে বিচারক দেওয়ান মনিজ্জামান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পাগলা থানার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই দিন রাতেই অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের সজীব (৩৯), আল আমিন (৩৫), হানিফা মিয়া (৩০), মোস্তফা (৪৫), জুয়েল কুমার (২৮), মানিক (৫৬), শারিফুল (৩০), মনির (৩২), বাবুল (৩৬) ও জাকির (৩০)। 

এ বিষয়ে পাগলা থানার পরিদর্শক (তদন্ত) সজীব রহমান বলেন, ‘ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তিনি ভালুকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ওই নারী পাগলা থানা এলাকার সজীব ও হানিফার পূর্বপরিচিত। ঘটনার দিন রাতে সজীব ওই নারীকে ফোন করে কাজা গ্রামে আসতে বলেন। সেখানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী রাত ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করেন। পরে পাগলা থানার পুলিশ ওই নারীকে কাজা গ্রাম থেকে উদ্ধার করে। অভিযুক্ত ১০ জনকে গ্রেপ্তারের পর ওই নারী বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন। সোমবার আসামিদের আদালতে পাঠানো হয়।’ 

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু