হোম > অপরাধ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ওয়ালটন প্লাজায় তালা ভেঙে মালামাল চুরি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ওয়ালটন প্লাজা নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের তালা ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে চর হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে চোর চক্র প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি সংশ্লিষ্টদের। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই প্রতিষ্ঠানের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করা সম্ভব হতে পারে। আশা করি চুরি হওয়া মালামাল উদ্ধারসহ জড়িতদের শনাক্ত করা যাবে।’ 

ওয়ালটন প্লাজার ঈশ্বরগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার নাঈম মো. সাদী খান জানান, প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিষ্ঠানে তালা দিয়ে বাসায় চলে যান তিনি। পরে আজ শনিবার সকাল ৮টার দিকে প্রতিষ্ঠান খুলতে এসে দেখেন গেটের তালা ভাঙা। এরপর ভেতরে প্রবেশ করে দেখেন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে তিনি থানায় খবর দেন। 

সাদী খান বলেন, ‘এলইডি টিভি, ল্যাপটপ, মোবাইল ফোন, ফ্যান, রাইস কুকার, প্রেশার কুকারসহ বিভিন্ন ধরনের মালামাল চোর চক্র নিয়ে গেছে। প্রতিষ্ঠানের ভাউচার ও পণ্যের হিসেব মিলিয়ে দেখা গেছে, প্রায় ২০ লাখ টাকার মালামাল চোর চক্র নিয়ে গেছে।’

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক