হোম > অপরাধ > ময়মনসিংহ

কান ছিঁড়ে দুল নিয়ে পালাল চোর

প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)

নান্দাইলে কান ছিঁড়ে দুল নিয়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চণ্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল ও বাহের বানাইল গ্রামে ঘটনাগুলো ঘটে। 
 
জানা যায়, বাহের বানাইল গ্রামের চান মিয়ার ঘরে সিঁধ কেটে ঘরে চোর প্রবেশ করে। ঘরে শুয়ে থাকা বিবাহিত মেয়ে ইয়াসমিনের বাম কানের দুল খুলে ফেলে। ডান কানের দুল খুলতে না পারে পেরে টান দিয়ে ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। এতে ইয়াসমিন আক্তারের কান থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরে। 
 
ইয়াসমিন আক্তার বলেন, রাতের আঁধারে চোরে আমার কানে দোল নিয়ে গেছে। আমার এক কানের লতি ছিঁড়ে যাওয়াতে প্রচুর পরিমাণ রক্ত বের হয়েছে। এতে ব্যথায় আমি অস্থির। 
 
এদিকে একই রাতে নিজ বানাইল গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রেখা আক্তারের ঘরে প্রবেশ করে কানের দুল নিয়ে যায়। রেখা আক্তার বলেন, রাতে ঘরে দরজা খুলে প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হয়নি। এ সুযোগে চোর ঘরে ঢুকে পড়ে। রাতে যখন কানের দোল খুলে নিয়ে যায় তখন টের পেলে চোর পালিয়ে যায়। 
 
অপর দিকে বাহের বানাইল গ্রামে শিপন মিয়ার স্ত্রী সুরমা বেগম ঘরের কাজ করার সময় জানালা দিয়ে কানে টান দিয়ে কানের দুল নিয়ে যায়। সুরমা বেগম বলেন, আমার কানে স্বর্ণের দোল ছিল না। তবুও টেনে নিয়ে গেছে। একরাতে তিন ঘটনায় চণ্ডীপাশা ইউনিয়নের বানাইল গ্রামে আতঙ্ক বিরাজ করছে। 
 
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, এমন ঘটনা সম্পর্কে শুনেছি। তবে কোনো  অভিযোগ পাইনি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব