হোম > অপরাধ > ময়মনসিংহ

তিন বছরের সাজা এড়াতে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে গরু চুরির মামলায় তিন বছরের সাজা এড়াতে ১০ বছর পলাতক ছিলেন আব্দুল কাদির (৫০)। অবশেষে গতকাল শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকার আমবাগ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ময়মনসিংহ কোর্টের মাধ্যমে আব্দুল কাদিরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুল কাদির উপজেলার খারুয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে। 

নান্দাইল মডেল থানা সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকায় ২০১৩ সালে আব্দুল কাদিরের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। পরে আদালতে আর হাজিরাও দেননি। ওই মামলায় আব্দুল কাদিরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। 

এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর আব্দুল কাদিরকে খুঁজতে মাঠে নামে পুলিশ। পরে গতকাল দিবাগত রাতে গাজীপুরের কোনাবাড়ীর আমবাগের একটি চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার