হোম > অপরাধ > ময়মনসিংহ

ময়মনসিংহে নির্বাচিত মেম্বারের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে নির্বাচিত মেম্বারের বাড়িতে হামলার ঘটনায় করা মামলায় এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম। এর আগে গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আ. লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম, মমতাজ উদ্দিন, নোমান মিয়া, ফাখরুল ইসলাম, আনিছুর রহমান গোলাম, ইউছুফ আলী, মো. ইসলাম, সাইফুল ইসলাম ও রিপন মিয়া।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ৭ম ধাপের ইউপি নির্বাচনের দিন গত ৭ ফেব্রুয়ারি ও ৮ ফেব্রুয়ারি সকালে জয়ী মেম্বার আবুল বাশার ও তাঁর স্বজনদের বাড়িতে পরাজিত মেম্বার প্রার্থী ফাখরুল ইসলাম ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের সমর্থকেরা হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ চালায়। এ ঘটনায় গতকাল রাতে নির্বাচিত মেম্বার আবুল বাশার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, মামলা দায়ের পর আসামিদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার