হোম > অপরাধ > ময়মনসিংহ

ময়মনসিংহে নির্বাচিত মেম্বারের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে নির্বাচিত মেম্বারের বাড়িতে হামলার ঘটনায় করা মামলায় এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম। এর আগে গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আ. লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম, মমতাজ উদ্দিন, নোমান মিয়া, ফাখরুল ইসলাম, আনিছুর রহমান গোলাম, ইউছুফ আলী, মো. ইসলাম, সাইফুল ইসলাম ও রিপন মিয়া।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ৭ম ধাপের ইউপি নির্বাচনের দিন গত ৭ ফেব্রুয়ারি ও ৮ ফেব্রুয়ারি সকালে জয়ী মেম্বার আবুল বাশার ও তাঁর স্বজনদের বাড়িতে পরাজিত মেম্বার প্রার্থী ফাখরুল ইসলাম ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের সমর্থকেরা হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ চালায়। এ ঘটনায় গতকাল রাতে নির্বাচিত মেম্বার আবুল বাশার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, মামলা দায়ের পর আসামিদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে