ময়মনসিংহ প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের ১৯২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে মো. আতিকুর রহমানকে আহ্বায়ক, এ এম ষোয়াইব সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো. শফিকুল ইসলামকে সদস্যসচিব করে এই কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া কমিটিতে ৬৩ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১২৬ জনকে সদস্য করা হয়েছে।