হোম > অপরাধ > ময়মনসিংহ

রাত হলেই সড়কে ঘুরে ঘুরে ডাকাতি করেন তাঁরা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর মেলান্দহ উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আজ রোববার দুপুরে পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠায়। 

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাহাডিপটল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাদারগঞ্জ উপজেলার বিল্লাল হোসেন (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাবুল (৩৪) ও ঘাটাইল উপজেলার শহীদুল (৪০)। 

পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে পাহাডিপটল এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের হাতে আটক হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র রাম দা, ছুরি, তালা খোলার রড, রশি পাওয়া যায়। পরে তাদেরকে থানায় নিয়ে এসে পুলিশ বাদী হয়ে তাঁদের নামে মামলা করে। 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার তিনজন ডাকাত দলের সদস্য। তাঁদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। 

রাত হলেই তাঁরা এলাকায় ঘোরাঘুরি করেন। আর সুযোগ বুঝে বসতবাড়িতে ঢুকে চুরি–ডাকাতি করেন। তাঁদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২