হোম > অপরাধ > ময়মনসিংহ

রাত হলেই সড়কে ঘুরে ঘুরে ডাকাতি করেন তাঁরা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর মেলান্দহ উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আজ রোববার দুপুরে পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠায়। 

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাহাডিপটল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাদারগঞ্জ উপজেলার বিল্লাল হোসেন (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাবুল (৩৪) ও ঘাটাইল উপজেলার শহীদুল (৪০)। 

পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে পাহাডিপটল এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের হাতে আটক হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র রাম দা, ছুরি, তালা খোলার রড, রশি পাওয়া যায়। পরে তাদেরকে থানায় নিয়ে এসে পুলিশ বাদী হয়ে তাঁদের নামে মামলা করে। 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার তিনজন ডাকাত দলের সদস্য। তাঁদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। 

রাত হলেই তাঁরা এলাকায় ঘোরাঘুরি করেন। আর সুযোগ বুঝে বসতবাড়িতে ঢুকে চুরি–ডাকাতি করেন। তাঁদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১