হোম > অপরাধ > ময়মনসিংহ

 ১ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক

নেত্রকোনা প্রতিনিধি

এক বছরের সাজা এড়াতে ২৭ বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন নেত্রকোনার পূর্বধলার তরিকুল ইসলাম (৪৮) নামের এক আসামি। গতকাল শনিবার নেত্রকোনা সদর থেকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়।

আজ রোববার দুপুরে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তরিকুল ইসলাম পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের ইছুলিয়া গ্রামের শেরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ১৯৯৫ সালে কেন্দুয়ায় চুরির ঘটনায় তাঁর নামে মামলা করা হয়। ১৯৯৯ সালে চুরির মামলায় নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত তরিকুল ইসলামকে এক বছরের সাজা দেন। তার অনুপস্থিতেই এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার আগে থেকেই তিনি পলাতক ছিলেন। এক বছরের সাজা এড়াতে ২৭ বছর ছদ্মবেশে পালিয়ে বেরিয়েছেন দেশের বিভিন্ন স্থানে। ফেরি করে বিক্রি করতেন বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়। 

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব