হোম > অপরাধ > ময়মনসিংহ

 ১ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক

নেত্রকোনা প্রতিনিধি

এক বছরের সাজা এড়াতে ২৭ বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন নেত্রকোনার পূর্বধলার তরিকুল ইসলাম (৪৮) নামের এক আসামি। গতকাল শনিবার নেত্রকোনা সদর থেকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়।

আজ রোববার দুপুরে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তরিকুল ইসলাম পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের ইছুলিয়া গ্রামের শেরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ১৯৯৫ সালে কেন্দুয়ায় চুরির ঘটনায় তাঁর নামে মামলা করা হয়। ১৯৯৯ সালে চুরির মামলায় নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত তরিকুল ইসলামকে এক বছরের সাজা দেন। তার অনুপস্থিতেই এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার আগে থেকেই তিনি পলাতক ছিলেন। এক বছরের সাজা এড়াতে ২৭ বছর ছদ্মবেশে পালিয়ে বেরিয়েছেন দেশের বিভিন্ন স্থানে। ফেরি করে বিক্রি করতেন বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়। 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা