হোম > অপরাধ > ময়মনসিংহ

ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

ধর্ষণের শিকার ফুলবাড়িয়া অটিজম বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী (১৩) ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মানসিক প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে গত শনিবার দুপুরে অভিযুক্ত শহিদুল ইসলামকে (৩০) আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন। 

শহিদুল ইসলাম কৈয়ারচালা পশ্চিম পাড়া কালিঘর সংলগ্ন হেকমত আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, গত ৬ থেকে ৭ মাস আগে বাক্তা গ্রামে প্রতিবন্ধী কিশোরীর বাড়ি সংলগ্ন স্থানে মাটি ভরাট করার সময় একটি ড্রাম ট্রাক গর্তে আটকে পরে বিকল হয়ে যায়। প্রায় এক সপ্তাহ ড্রাম ট্রাকটি সেখানে পরে থাকে। এ সুযোগে এস্কেভেটর (ভেকু মেশিন) চালক শহিদুল ইসলাম মোবাইল ফোনের প্রলোভন দিয়ে অটিজম কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এরপর মেয়ের শারীরিক গঠন পরিবর্তন দেখা দিলে বাক্তা ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানায় মেয়েটি ৫ / ৬ মাসের গর্ভবতী। 

ভুক্তভোগী কিশোরীর মা জানান, চালক শহিদুল মোবাইলসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করেছেন। ডাক্তারি পরীক্ষার পর গর্ভবতী নিশ্চিত হয়েছেন। বিষয়টি অভিযুক্তের পরিবারকে জানালে তাঁরা উল্টো হুমকি দেয় এবং থানায় তাঁদের (ভুক্তভোগী) নামে জিডি করার হুমকি দেয় বলে জানান তিনি। 

ফুলবাড়িয়া থানায় ওসি মোল্লা জাকির হোসেন বলেন, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের একটি টিম অভিযান রয়েছে। 

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ