হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ‘বিজয় চত্বর’, হবে জুলাই স্মৃতিস্তম্ভ

জামালপুর প্রতিনিধি 

জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকায় আজ মঙ্গলবার আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম চত্বরের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকায় নির্মিত আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম চত্বরের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। জুলাই শহীদদের স্মরণে ‘শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের জন্য আজ মঙ্গলবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের এক্সকাভেটর দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেয় গণপূর্ত অধিদপ্তর।

জানা গেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হাজারো ছাত্র-জনতা মির্জা আজম চত্বরে স্থাপনাটি থেকে নৌকাসহ বিভিন্ন প্রতিকৃতি ভেঙে ফেলে। এরপর চত্বরটি ‘বিজয় চত্বর’ ঘোষণা করা হয়। বিগত সরকারের সময় ২০২৩ সালে ৪ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল মির্জা আজম চত্বর।

জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সারা দেশের মতো জামালপুরেও ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হবে। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানটিতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান বলেন, মির্জা আজম গায়ের জোরে এই এলাকার সন্তান না হয়েও তাঁর নামে এই চত্বরের নামকরণ করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে জুলাইয়ের আন্দোলন-সংগ্রাম এই চত্বর থেকে হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এ জন্য আগের স্থাপনা ভাঙা হচ্ছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি আজকের পত্রিকাকে বলেন, জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এ জন্য মির্জা আজম চত্বরের স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক

বাবার জানাজায় এসে ছেলের মৃত্যু, একসঙ্গে দাফন

তর্কে জড়ানো চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিজির

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান