হোম > অপরাধ > ময়মনসিংহ

স্ত্রীকে হত্যার পর পালিয়ে চা দোকানি, ১৪ বছর পর গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী মো. নজরুল ইসলামকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নজরুল (৪২) শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা এলাকার বাসিন্দা।

আজ মঙ্গলবার বিকেলে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় র‍্যাব। একই দিন আসামি নজরুলকে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, প্রায় ১৬–১৭ বছর আগে শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মৃত আব্বাস উদ্দিনের মেয়ে আজেদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামের নজরুল ইসলাম। শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন নজরুল। তাঁদের ঘরে দুটি সন্তানের জন্ম হয়। তবে অভাব-অনটনের সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।

 ২০০৮ সালের ২৩ মে দুপুরে পারিবারিক কলহের জেরে নজরুল স্ত্রীকে নিজ বাড়ির দিকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকেন। পরে বাড়ির পাশের একটি ধান খেতে নিয়ে দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ওই দিনই আজেদার ভাই সুজন রাজা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালের ১৪ অক্টোবর আসামি নজরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। পরে র‍্যাব আসামিকে ধরতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল রোডের বিসমিল্লাহ মার্কেটের আল বাকের কাঠ বিতানের সামনে থেকে নজরুলকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪।

এ ব্যাপারে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি নজরুল পলাতক ছিলেন। তিনি ঢাকায় চায়ের দোকান দিয়ে জীবনযাপন করে আসছিলেন। আমরা বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই শেষে প্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত করি। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার