হোম > অপরাধ > ময়মনসিংহ

ধর্ষণ মামলায় জামিনে এসে আবারও ধর্ষণচেষ্টার অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

একটি ধর্ষণ মামলায় হাজতে ছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের রফিকুল ইসলাম সোহান (২১)। তিন মাস হাজতবাসের পর জামিনে এসে আবারও একই ছাত্রীকে (১৮) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। 

গত মঙ্গলবার রাত ১২টার পর সেই ভুক্তভোগী কলেজছাত্রীর ঘর থেকে আটক করে রফিকুল ইসলামকে নজরবন্দী করে রেখেছেন এলাকাবাসী। আটক যুবক মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে। 

ভুক্তভোগী ছাত্রী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাত্রীটি স্কুলে পড়ার সময় থেকেই আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন ওই যুবক। একপর্যায়ে বিয়ের প্রলোভনে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত বছরের ৪ জুলাই রাতে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ব্যাপারে পরদিন গৌরীপুর থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর তাঁকে কারাগারে পাঠান বিচারক। 

ভুক্তভোগী ওই ছাত্রী জানান, সম্প্রতি সোহান জামিনে এসে আবারও তাঁর সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। দেখা করার জন্য অনুরোধ করেন বারবার। ঘটনার দিন রাতে তিনি ছাত্রীর বাড়িতে চলে আসেন এবং তাঁকে আবারও ধর্ষণের চেষ্টা করেন। পরে বাড়ির লোকজন টের পেয়ে ওই যুবককে আটক করেন। 

অভিযুক্ত যুবকের দাবি, ঘটনার দিন রাতে ওই কলেজছাত্রী তাঁকে মোবাইলে ডেকে এনে কৌশলে বাড়িতে আটক করেছেন।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযুক্ত যুবক ধর্ষণ মামলায় জামিনে রয়েছেন।

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক